Site icon Jamuna Television

১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সকালে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সবার অংশগ্রহণে ১০ তারিখের জনসভা সফল হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, আসন্ন নির্বাচনে চেয়ারপারসনসহ বিএনপি নেতাদের আটকে রেখে একতরফা নির্বাচন করতে যাচ্ছে সরকার। নির্বাচন কমিশন সরকারের ইশারায় কাজ করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।

Exit mobile version