আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়।
অজিদের এই ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দল নির্বাচনে বেশ বৈচিত্র দেখিয়েছে অজি বোর্ড। এবারের দল অন্যবারের থেকে একটু আলাদা, কারণ অনেক বেশি অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা।
Our preliminary squad for the 2025 @ICC #ChampionsTrophy is here 🔥 pic.twitter.com/LK8T2wZwDr
— Cricket Australia (@CricketAus) January 13, 2025
প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই স্কোয়াডটা বেশ ব্যালেন্সড আর অভিজ্ঞ। দলের পুরোনো ক্রিকেটারদের অনেকেই ওডিআই বিশ্বকাপে খেলেছে, আর ওয়েস্ট ইন্ডিজেও (টি-টোয়েন্টি বিশ্বকাপ) গেছে। গত বছরের ইংল্যান্ড ও পাকিস্তান সিরিজেও এই স্কোয়াডের অনেকে খেলেছে। পাকিস্তানে যে ধরণের পরিবেশ, সেই অনুযায়ী এই দলে অনেক বিকল্প রয়েছে। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো।

উল্লেখ্য, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও আফগানদের মুখোমুখি হবে অজিরা। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ২০০৯ সালে সবশেষ আইসিসির এই টুর্নামেন্টের শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
/এমএইচআর
Leave a reply