Site icon Jamuna Television

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ইতিহাসে সর্বনিম্ন

ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড দরপতনের মুখোমুখি হয়েছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ দশমিক ৫৮ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরেই ডলারের বিপরীতে দরপতন হচ্ছিল ভারতীয় রুপির। সেই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৫৮২৫ এ নেমে আসে এবং পরে সেশন শেষ হয় ৮৬.৫৭৫০। শেষবারের মতো এতটা পতন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

রুপির এমন দরপতন নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রুপি আগামী মার্চের শেষের দিকে ৮৭ তে নেমে যেতে পারে। অপরিশোধিত( ক্রুড) তেলের দাম বৃদ্ধি রুপির দাম কমার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কেবল এই মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলে নিয়েছেন।

মার্কিন আর্থিক নীতি নিয়ে উদ্বেগ এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নীতিগুলো ঘিরে অনিশ্চয়তার কারণেও রুপির ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, রুপির নিম্নমুখী প্রবণতা গত তিন মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে।

/এআই

Exit mobile version