Site icon Jamuna Television

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুবি ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

কুমিল্লা ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সবশেষ কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে একটি মামলা রয়েছে। ওই মামলায় ১১ নাম্বার আসামি তিনি। এ ছাড়াও বিগত সরকারের আমলে শিক্ষকদের মারতে তেড়ে যাওয়া, নথি জালিয়াতিসহ আরও কয়েকটি কারণে গত বছরের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেটে তাকে ওএসডি করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সমন্বয়ক আবু রায়হান জানান, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন ১১ জুলাই কোটবাড়ি আনছার ক্যাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। বিকেলে কুবি শিক্ষার্থী হান্নান রহিমের নেতৃত্বে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডেপুটি রেজিস্ট্রার বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর হেফাজতে রয়েছেন।

/এসআইএন

Exit mobile version