‘এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই’

|

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বিএসএমএমইউ’তে এইচএমপি ভাইরাস নিয়ে বিশেষ এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শাহিনুল আলম বলেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবারও হাত ধোয়া, মাস্ক পরা শুরু করতে হবে সবার। এটা নতুন নয়, পুরোনো ভাইরাস।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক বলেন, এই ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি রয়েছে আমাদের। এই ভাইরাসে শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে জানান তিনি।

সেমিনারের উপস্থিত অন্যান্য চিকিৎসকরা বলেন, এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণ ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়। সর্দিজ্বরের মতো হওয়াতে এ রোগের জন্য আলাদা কোনো চিকিৎসা নেই বলে জানান তারা।

জ্বর হলে প্যারাসিটামল, সর্দি-কাশি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ও পর্যাপ্ত পরিমাণের তরল খাবার খাওয়া পরামর্শ দেন চিকিৎসকরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply