একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি চলছে। শুক্রবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন।
আজ ১৬১-৩১০ নম্বর সিরিয়ালের প্রার্থীদের আপিল আবেদনের শুনানি ও নিষ্পত্তি হচ্ছে। সেই সঙ্গে গতকালের পেন্ডিং থাকা চারজনের শুনানিও আজ হবে।
আজ শুনানিতে যাদের মনোনয়ন পত্র বৈধ:
আব্দুল খালেক ও মোহাম্মদ জিয়া উদ্দিন (বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া-৬)
মুসলিম উদ্দিন (বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া-৪)
আবু আহমেদ হাসনাত (বিএনপি, চট্টগ্রাম-৭)
হাসান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-৮)
আলতাফ হোসাইন (কুমিল্লা-১)
খোরশেদ আলম খুশু (চাঁদপুর-৫)
গিয়াস উদ্দিন (স্বতন্ত্র, ব্রাহ্মণবাড়িয়া-২)
মেহেদী হাসান ( ইসলামী ঐক্যজোট, ব্রাহ্মণবাড়িয়া-৫)
এ কে ফাইয়াজুল হক (বরিশাল-২)
আবদুর রশিদ (পটুয়াখালী-১)
বাদশা মিয়া (বরিশাল-১)
মতিয়ার রহমান তালুকদার (বরগুনা-১)
Leave a reply