একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। যেসব আসনে দুজন করে প্রার্থী রয়েছে সেসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ শুক্রবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়া হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজ নিজ আসনের চিঠি নিচ্ছেন প্রার্থীরা।
আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা:
১. সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১
২. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬
৩. মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১
৪. শফিকুর রহমান চাঁদপুর-৪
৫. আ স ম ফিরোজ পটুয়াখালী-২
৬. একেএম শাহজাহান লক্ষ্মীপুর-৩
৭. নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল
৮. নড়াইল-১ বিএম কবিরুল হক
৯. বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
১০. জামালপুর-১ আবুল কালাম আজাদ
১১. নাটোর-১ শহিদুল ইসলাম বকুল
১২. জামালপুর-৫ মো. মোজাফ্ফর হোসেন
১৩. ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা
১৪. ঢাকা-৭ হাজী সেলিম
১৫. ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান (ফারুক)
১৬. চাঁদপুর-২ নুরুল আমিন
১৭. টাঙ্গাইল-২ ছোট মনির।
Leave a reply