Site icon Jamuna Television

চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষ, কর্মী ছুরিকাহত

চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। এক ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করে।

এর আগে গতকাল রোববারও কলেজ ক্যাম্পাসে সম্মান (স্নাতক) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ব্যানার টাঙ্গানো নিয়ে ‍দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো দুইপক্ষের একটির নেতৃত্বে আছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম এবং অন্যটির নেতৃত্বে সুভাষ মল্লিক সবুজ। এদের মধ্যে সুভাষ মল্লিক চকবাজারের যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর অনুসারী। আর মাহমুদুল করিমের পক্ষটি নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী।

নগরীর রাজনীতিতে নূর মোস্তফা টিনু প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির এবং রনি নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টার দিকে সুভাষ মল্লিকের অনুসারীদের একজন কলেজের মূল ফটক সংলগ্ন ব্যাংকের কাছে এলে তাকে অপর পক্ষের ছেলেরা মারধর করে। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে।

Exit mobile version