হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে এই ঘোষণা দেয়া হয়।
এর আগে গত রোববার ঋণখেলাপির অভিযোগ তাঁর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিলের ঘোষণা কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানান, রেজা কিবরিয়া সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পরিশোধ করেননি।
এদিকে এখন পর্যন্ত বৈধতা পেয়েছেন আওয়ামী লীগের পঙ্কজ দেবনাথ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিএইচ হারুনসহ বেশ কয়েকজন। বাতিল হয়েছে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও সামির কাদিরসহ অনেকের মনোনয়ন। সোহেল রানাসহ বেশ কয়েকজনের প্রার্থিতা মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার, প্রথম দিনের শুনানিতে বিএনপির ৩৭ জনসহ ৮০ জন প্রার্থিতা ফিরে পান। অবৈধ ঘোষণা করা হয় ৭৬ জনের প্রার্থিতা। স্থগিত রাখা হয় বাকি চারজনের বিষয়টি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি শোনেন। শনিবার শেষ দিনে হবে ৩১১ থেকে ৫৪৩ নম্বর ক্রমিকের শুনানি।
Leave a reply