Site icon Jamuna Television

দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের স্কোয়াড

ভারতের স্কোয়াডের জন্য যেন থমকে ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অনেকটা আয়োজন। ওয়ানডে ফরম্যাটের বড় এই আসরের জন্য ৭ দলের স্কোয়াড জানা গেছে আগেই। বাকি ছিল কেবল ভারত। সেই অপেক্ষার অবসানও হলো আজ।

২০১৭ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এবার টুর্নামেন্টের আয়োজক। পাকিস্তান ছাড়াও ম্যাচ গড়াবে দুবাইয়ে। মূলত ভারতের কারণেই দুবাই গেছে আসরের কিছু ম্যাচ। ভারত যেসব ম্যাচ খেলবে সেগুলো পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে আট দল। সব দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে সবগুলো দেশই স্কোয়াড দিয়েছে। কোনো কোনো দলে আছে এক-দুইটা জমকও। দেখে নেয়া যাক এই আসরের ৮ দলের স্কোয়াড।

বাংলাদেশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, মার্কোস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

পাকিস্তান:

পাকিস্তানই একমাত্র দল যারা ১৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে। তাদের প্রাথমিক দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, ফখর জামান, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋশভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

ইংল্যান্ড:

জস বাটলার (অধিনায়ক), জো রুট, ফিল সল্ট, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা:

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ‍উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ড্যার ডুসেন।

নিউজিল্যান্ড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ওরুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

আফগানিস্তান:

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইবরাহিম জাদরান, সাদিকুল্লাহ আটাল, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।

/এনকে

Exit mobile version