মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধানের কার্যালয় থেকে এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের বুথিডং ও রাথেডং এলাকায় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন।
তবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি সেনাবাহিনী। কিন্তু সেনা সদস্যরা চারজন আরাকান আর্মির সদস্যকে হত্যা এবং তাদের এম-২২ রাইফেল জব্দ করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাবতির খবরে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের একটি সংগঠন আরাকান আর্মি। সংগঠনটি মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করছে। তবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে মিয়ানমারের।
Leave a reply