একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আজ শনিবার আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানাবে ইসি।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী লড়তে পারবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন। কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ এবং টাঙ্গাইল-৮ এই দুই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণখেলাপির অভিযোগে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের সিদ্দিকী।
Leave a reply