ভালোবাসা মানে শুধু একসাথে পথ চলা নয়, প্রতিটা ছোট্ট মুহূর্তকে স্মৃতি করে তোলা। তাই ভালোবাসা দিবস উদযাপনে ‘রয়বক্স ওয়েডিংস’ আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘মেমোরিস অফ লাভ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে কাপলরা পাবেন তাদের ভালোবাসার সেরা মুহুর্তের গল্প শেয়ার করার সুযোগ।
ক্যাম্পেইনটিতে অংশগ্রহণকারী সেরা পাঁচটি গল্প নির্বাচন করবে ‘রয়বক্স ওয়েডিংস’। প্রথম বিজয়ী সেরা গল্পের কাপল পাবে কক্সবাজারে ফ্রি কপল শুটের সুযোগ। আর বাকি চারটি সেরা গল্পের কাপলদের জন্য থাকবে ঢাকায় ফ্রি আউটডোর শুটের সুযোগ।
শুধুমাত্র সেরা গল্পগুলো নয়, অংশগ্রহণকারী সবাই পাবে ‘রয়বক্স ওয়েডিংস’-এর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। বিস্তারিত জানতে ভিজিট করুন ‘রয়বক্স ওয়েডিংস’ এর ফেসবুক পেইজে।
/এএস
Leave a reply