পথচলায় আঠারো বছর পূর্ণ করলো ব্যান্ড ‘নকশীকাঁথা’। ব্যান্ডটি পদার্পণ করলো উনিশ বছরে। এ উপলক্ষ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গানের আয়োজন করে ব্যান্ডটি।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন, শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন দেশের বিভিন্ন পর্যায়ের সুরকার, সংগীত পরিচালকরা।
নকশীকাঁথা ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকালিস্ট ও দলপ্রধান সাজেদ ফাতেমী বলেন, এ দেশে বিচিত্র ধরনের লোকগান আছে। গানগুলোর অধিকাংশই বিলুপ্তির পথে। নকশীকাঁথা সেই বিলুপ্তপ্রায় ধারাগুলো থেকে কিছু কিছু ধারা ফিরিয়ে এনে আরও আকর্ষণীয়রূপে সেগুলো পরিবেশন করছে।
ভালোবাসা নিয়ে নকশীকাঁথা ব্যান্ডের পাশে থাকার আহ্বান জানান আয়োজকরাও।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে ‘নকশীকাঁথা’। পথচলার শুরু থেকেই দেশ-সমাজের নানা সংকট ও বাস্তবতা নিয়ে লোকজ সুরে গান করে আসছে ব্যান্ডটি।
/এএম
Leave a reply