Site icon Jamuna Television

চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দীদের বিনিময়ে উত্তর গাজার বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরতে দেবে ইসরায়েল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকায় আরবেল ইয়েহুদ নামের একজন নারী রয়েছেন। তিনই মূলত একজন বেসামরিক ইসরায়েলি। তার মুক্তির বিষয়ে হামাস-ইসরায়েলের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। যার ফলে উত্তর গাজার বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দিতে বিলম্ব করেছে তেল আবিব। 

চলতি সপ্তাহের শনিবার (২৫ জানুয়ারি) চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এদের সঙ্গে ইয়েহুদ নামের ওই নারীকে মুক্তি দেয়া হয়নি। যার ফলে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে ইসরায়েল।

দেশটির দাবি অনুযায়ী চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে আগে ইসরায়েলি বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়ার কথা রয়েছে। যুদ্ববিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যার বিনিময়ে ৩শ’ ফিলিস্তিনি কারবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। 

/এআই

Exit mobile version