Site icon Jamuna Television

চব্বিশে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ড, নিহত ১৪০

বিদায়ী বছর ২০২৪-এ সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে গড়ে দিনে ৭৩টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ১৪০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩৪১ জন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আগুনের ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে। সারাদেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনায় ৪৪৬ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যেমে প্রায় ১ হাজার ৯৭৫ কোটি টাকার সম্পদ রক্ষা করে।

মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, সবচেয়ে বেশি এপ্রিলে আগুনের ঘটনা ঘটেছে, যা ২ হাজার ৫১৪টি।

এদিকে, গেলো বছরে আগুন নির্বাপণের সময় ফায়ার সার্ভিসের ৩৭ জন কর্মী আহত এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে ২ জন কর্মী নিহত হয়েছেন।

/এমএন

Exit mobile version