Site icon Jamuna Television

দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে, দেবীদ্বার থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। বলেন, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে তাকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।

/এসআইএন

Exit mobile version