বাউফলে অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার ২

|

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহীর ছেলে এনামুল হক সাপাহী (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। গ্রেফতার এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তার ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে সুইজগিয়ার নামক বিদেশী চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের পিতা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পার হয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সকল আসামিকে গ্রেফতার করলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply