Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর মেডিকেলে ভর্তির সহায়তা পেলেন ইমা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মোসা. ইমা আক্তারের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান। ভর্তিসহ তার পড়াশোনার সকল খরচ বহন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল ইমার বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেন।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি ফেরদৌস সানজিদ নিশো বলেন, যমুনা টিভিতে প্রচারিত সংবাদ দেখে ইমার অর্থাভাবের কথা জানতে পেরেছি। মেডিকেলে ভর্তির জন্য তার হাতে ৩০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে।

পড়ুন সেই প্রতিবেদন: মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ফরিদপুরের ইমার

ইমা আক্তার বলেন, ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলাম। এখন সেই সমস্যা কেটে গেছে। এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে আমরা তার পাশে দাঁড়িয়েছি। যেকোনো সমস্যায় আমরা তার পাশে থাকবো।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে ফরিদপুরের মোসা. ইমা আক্তারের। তার পড়াশোনা ও ভর্তির টাকা জোগাড় করতে দুশ্চিন্তায় পড়েছিলেন তার পরিবার। এ নিয়ে সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন।

/এসআইএন

Exit mobile version