মনোনয়ন না পাওয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহনকারী গাড়ি প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের গেটে রাত সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত গাড়ি আটকে রাখে মিলন সমর্থকরা। এক পর্যায়ে তাদের সকাল ১০টায় কার্যালয়ে আসার আহ্বান জানিয়ে পথ ছেড়ে দিতে বলেন বিএনপি মহাসচিব।
এতেও কাজ না হওয়ায় গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর গিয়ে গাড়িতে ওঠেন মির্জা ফখরুল। মিলনের মনোনয়ন নিশ্চিত না করায় গুলশান কার্যালয় ছেড়ে যাবেন না বলে জানান মিলনের সমর্থকরা।
দীর্ঘদিন পর দেশে ফিরে ২৩ নভেম্বর চট্টগ্রাম থেকে গ্রেফতার হন এহসানুল হক মিলন। কারাগারে থাকলেও চাঁদপুর-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন তিনি। এ আসনে মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে প্রার্থী নির্বাচিত করেছে দল।
Leave a reply