দুর্নীতি রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে শিল্পকলা একাডেমীতে সততা সংঘের সমাবেশে আজ সকালে এমন মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি এখন বাংলাদেশের জাতীয় ব্যাধি। দুদকের তৎপরতায় দুর্নীতি কমলেও এর মূল উৎপাটনের জন্য দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার দাবি করেন তিনি।
আগামী প্রজন্মকে দেশপ্রেম ও দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ ও সচেতন করার মাধ্যমে দুর্নীতি থামাতে সততা সংঘের মতো আরো উদ্যোগ নেওয়ার আহবান জানান সৈয়দ মাহমুদ হোসেন।
সমাবেশে বিএনসিসি, বাংলাদেশ রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনে যুক্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a reply