দুর্নীতির কারণে দেশের ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি কম হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্নীতি দমন করার চেয়ে বেশি জরুরি এটা প্রতিরোধ করা। দেশে প্রথমবারের মত দুর্নীতি প্রতিরোধে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একসাথে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় দুদকের পক্ষে একটি র্যালি জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
Leave a reply