বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার তিন আসনে মনোনয়ন পত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন খালেদা জিয়ার আইনজাবী। আজ দুপুরে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সার্টিফায়েড কপি নির্বাচন কমিশন (ইসি) থেকে সংগ্রহ করেই উচ্চ আদালতে এর বিরুদ্ধে রিট করা হয়।
এর আগে বিভিন্ন আসনের রিটানিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলেও ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।
গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে রায় দেন।
অন্যদিকে কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ফলে পাঁচজনের মধ্যে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল খারিজ করা হয়।
এর আগে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন।
Leave a reply