Site icon Jamuna Television

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা বিমানবন্দর থেকে গ্রেফতার

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।

/এমএইচ

Exit mobile version