Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির ঘরে 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট চুয়াডাঙ্গা:

টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষ বেলায় চুয়াডাঙ্গায় আবারো দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার  চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশা না থাকলেও মধ্য রাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

/এসআইএন

Exit mobile version