কক্সবাজার-২ এ ধানের শীষের প্রার্থী নেই

|

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে কোন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারছেন না। দু’দফায় জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার-২ আসনে দু’জনকে আলাদাভাবে মনোনয়ন দিলেও আইনি জটিলতায় টিকেনি একজনেরও মনোনয়ন। কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, মনোনয়নপত্র জমাদানের সময় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে আজ রোববার কক্সবাজার-২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে। চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদের প্রার্থিতা অবৈধ বলে গণ্য হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন আরও জানিয়েছেন, মহেশখালী-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান আযাদকে আজ বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়। স্বতন্ত্র কোন প্রার্থীকে দলীয় প্রতীক দেয়ার নির্বাচন কমিশনের আইনের পরিপন্থি। যার কারণে কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদকে বিএনপির ধানের শীষ দেয়া সম্ভব নয়। তবে হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আইনি কোন বাঁধা নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply