বিশ্ব মানবাধিকার দিবস আজ

|

বিশ্ব মানবাধিকার দিবস আজ। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৭০ বছর পূর্ণ হলো এবার। এ উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে, বিশ্ব মানবাধিকার দিবস যখন বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়তই ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ভয়াবহ দুর্ভিক্ষের কবলে যুদ্ধকবলিত ইয়েমেন। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশে নিয়মিত ঘটছে জঙ্গিবাদী হামলা। সন্ত্রাসবাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা পশ্চিমা দেশগুলোও। মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে ক্ষত- বিক্ষত হচ্ছে মানবতা। বছরের পর বছর মানবাধিকার বঞ্চিত ফিলিস্তিনিরা।

অন্যদিকে উন্নত দেশগুলোর সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল। একদিন আগেই বর্তমান মানবাধিকার দিবস পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বেচলেট। মানুষের প্রতি সহমর্মিতা এবং মানবতাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার দিবস পালনের ঘোষণা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply