Site icon Jamuna Television

বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

ফাইল ছবি

বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব— এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকুরিচ্যুত করারও আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার দরকার নেই; জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এ রিপোর্ট ট্রাইব্যুনালের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে জানান তিনি।

/এনকে

Exit mobile version