তাজমহল দর্শনের খরচ বাড়লো

|

ভারতের উত্তরাঞ্চলীয় শহর আগ্রায় মোঘর সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন, যা সম্পূর্ণ করতে ২২ বছর সময় লেগেছিল

পর্যটকের ঢল ঠেকাতে আবারও বাড়লো তাজমহলের টিকিটের দাম। এতোদিন বাংলাদেশের মতো সার্কভুক্ত দেশের পর্যটকদের তাজমহল ঘুরে দেখতে গুনতে হতো ৫৪০ রুপী। এখন থেকে তাদের গুনতে হবে ৭৪০।

একইভাবে সার্কের বাইরের বিদেশিদের জন্য খরচ বেড়েছে দুশো রুপী করে। তাদের এখন খরচ পড়বে ১৩শ রুপী। শুধু তাই নয়, সাধারণ ভারতীয়রা যারা এতোদিন মাত্র ৫০ রুপী খরচ করে সম্রাট শাজাহানের এই কীর্তি দেখে আসতে পারতেন তাদেরও পকেট থেকে খসবে আড়াশো রুপী করে।

ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলে দর্শনার্থীদের চাপ দিন দিন বেড়েই চলেছে। মানুষের ভিড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাজমহলের মূল কাঠামো। সেই ভিড়টা কমানোর উদ্দেশ্যেই টিকিটের দাম বাড়ানো হলো। নতুন দাম কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর থেকেই।

ভারতীয়রা অবশ্য ৫০ রুপীর টিকিট কেটেও তাজমহল কমপ্লেক্সে ঢুকে সামনে-পেছনে ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু তারা সমাধিস্থলে প্রবেশ করতে পারবেন না।

এর আগে গত আগস্ট মাসে আরেক দফা বাড়ানো হয় তাজমহলের টিকিটের দাম। তখন ভারতীয়দের টিকিটের মূল্য বাড়ে ১০ রুপী। আর বিদেশিদের জন্য ১০০ রুপী দাম বৃদ্ধি পায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply