একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ধানের শীষে ডাক দিয়েছে’ এই শিরোনামে ভিডিও এবং অডিও সিডি প্রকাশ করেছে জিয়া শিশু একাডেমি। আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সিডির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, এই প্রকাশনার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন চলছে তা আরও বেগবান হবে।
জিয়া শিশু একাডেমির পরিবেশনায় ‘ধানের শীষে ডাক দিয়েছে’ শীর্ষক গানের সিডিতে কণ্ঠশিল্পী মুহিন খান, মৌসুমী আশেকান রুখসার রহমান, ময়না আমীনের গান রয়েছে।
‘ধানের শীষে ডাক দিয়েছে, আয়রে ছুটে আয়’, ‘দে দে সিল মেরে দে, তোরা দেরি করিস না’, ‘ভোট দাও, ভোট দাও জাতীয় ঐক্যফ্রন্টকে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও’ এ রকম ৬টি গান রয়েছে।
গানের সুরকার মকসুদ জামিল মন্টু, মুহিন খান ও পরিচালক ছিলেন এম হুমায়ুন কবির।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে।
জিয়া শিশু একাডেমির প্রধান নির্বাহী এম হুমায়নুর কবীরের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
Leave a reply