বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ইতালি

|

বাংলাদেশি ও এদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। এছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থনের কথা জানান তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. হাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এসময় মারিয়া ত্রিপোদি বলেন, ইতালি বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা মুসলিমদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না। এবং বহু ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাফল্যও কামনা করেন।

এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply