অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে কবি দৃষ্টি দিজার প্রথম কবিতার বই ‘বলতে লজ্জা নেই’। বইটি প্রকাশিত হয়েছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে।
বইটি প্রসঙ্গে দৃষ্টি বলেন, বিগত পাঁচ বছরে লেখা কবিতাগুলো থেকে বাছাইকৃত ৭২টি কবিতা স্থান পেয়েছে ‘বলতে লজ্জা নেই’তে। এই জীবনক্ষেপন, জ্ঞান-ক্ষুধা কিংবা ভরপেট ঢেকুর; একাকিত্ব, মানসিক বিশৃঙ্খল সচল অবস্থা কিংবা বৈকল্য; রাজনৈতিক দুশ্চিন্তা অথবা নিরপেক্ষ সুচিন্তা, প্রেম, ব্যর্থতা সবকিছু একত্রে বেঁধে বইটি বাজারে আনা হলো।
তিনি আরও বলেন, শুরুর দিকে বইটির নাম ভেবেছিলাম ‘কৃষ্ণ-হিম থেকে’। কিন্তু গত এক বছরে চিন্তায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের রেশ ধরে বইটির নামেও পরিবর্তন এসেছে। যে দ্বন্দ্ব ব্যক্তি আমার উপস্থিতিকে, মূর্ততাকে সত্য ও পূর্ণ করে, বইটিও আমার সে সকল দ্বিধাকে ধারণ করে বর্তমান।
বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৭০১-৭০২ স্টল থেকে পাওয়া যাবে বইটি।
এর আগে, ২০২১ সালে ‘বিলুপ্তি ফেরাতে আসা রানী মাছ’ নামে দৃষ্টি দিজার প্রথম গল্পের বই চৈতন্য থেকে প্রকাশিত হয়।
/এএম
Leave a reply