ঢাকায় প্রথমবারের মত ভিসা সেন্টার চালু করলো কাতার। রাজধানীর বাংলামোটরে রুপায়ন সেন্টারে সকালে এই ভিসা সেন্টার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম এবং কাতারের রাষ্ট্রদূত মো আহমেদ মোহাম্মদ আল দেহাইমি।
রাষ্ট্রদূত জানান, ভিসা সেন্টারটি দর্শনার্থীদের ভোগান্তি কমাবে এবং কার্যক্রমে স্বচ্ছতা আনবে। এখান থেকে কাতারে অভিবাসীদের কর্মচুক্তি এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান তিনি। এখান থেকে কাতার ভ্রমণে আগ্রহীরা বিনা খরচে যে কোন ভ্রমণ বিষয়ক দিকনির্দেশনা সহায়তা নিতে পারবেন। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভিসা সেন্টারটি কার্যক্রম পরিচালনা করবে। ভিসা সেন্টারের ভেতরেই সব ধরনের মেডিকেল পরীক্ষাও করা হবে।
Leave a reply