সাকিব-মুশফিক-তামিমের ফিফটিতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ২৫৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। আজ যদিও শুরুটা ভাল হয়নি বাংলাদেশের।
ম্যাচের দ্বিতীয় ওভারে ওশানি থমাসের ইয়র্কারে পায়ের গোড়ালিতে চোট পয়ে মাঠ ছাড়তে হয় লিটন দাসকে। তবে এক্সে রিপোর্টে কোন চোট ধরা পড়েনি লিটনের। এরপর রানের খাতা খোলার আগে সেই থমাসের শিকার হয়ে ফেরেন ইমরুল কায়েস। তবে দুই অভিজ্ঞ তামিম-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ক্যারিয়ারের ৩২ তম ফিফটি তুলে নেন মুশফিক। আর ৪৩ তম হাফসেঞ্চুরির পর বিশোর শিকার হন তামিম ইকবাল। ভাঙ্গে ১১১ রানের গুরুত্বপূর্ণ জুটি।
৩ ফরম্যাট মিলিয়ে ১২ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ৬২ রানে থমাসের শিকার হন মুশি। ৩০ রানে ফেরেন মাহমুদউল্লাহ। সৌম্য ৬ রানে ফিরলে দ্বিতীয় বার ব্যাটিংয়ে নামেন লিটন। ৪০ তম ফিফটি তুলে নেন সাকিব। এই ম্যাচ দিয়েই একসঙ্গে ১শ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ। একই সঙ্গে এই ম্যাচে দেশের হয়ে হাবিবুল বাশারের সমান সর্বাধিক ওয়ানডেতে অধিনায়কত্ব করার রেকর্ড গড়েছেন মাশরাফী।
Leave a reply