নড়াইলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর

|

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারমান এ জেড এম ফরিদুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলের দিকে লোহাগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ আসনে ফরিদুজ্জামানের প্রতিদ্বন্দ্বী হলেন-আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। এ হামলায় অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন ফরিদুজ্জাামান।

ফরিদুজ্জাামান বলেন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের নেতৃত্বে আমাদের নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। অতর্কিত ভাবে হামলা চালিয়ে অফিসের চেয়ার, টেবিল, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এদিন বিকেলেই এখানে কর্মীসভা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ফরিদুজ্জাামান ওইদিন বিকেলে তার লোহাগড়ার বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, মোহাম্মদ হোসেন মহত, কাজী সুলতানুজ্জমান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া পৌর কাউন্সিলর মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি নজরুল জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান,সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, এনপিপির কেন্দ্রীয় নেতা শরীফ মুনীর হোসেন, বদরুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।

এদিকে ছাত্রলীগ নেতা রাশেদ তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply