চট্রগ্রাম ব্যুরো:
চট্রগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় পদদলিত হয়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়াদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। নিহত পুরুষ তীর্থযাত্রীর নাম বান্টু। তিনি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। তবে নারী তীর্থযাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরে খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক দল ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।
/আরএইচ
Leave a reply