বৃষ্টির কারণে বিলম্ব পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, হয়নি টসও

|

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।

তবে দুপুর সাড়ে ৩টা পর্যন্তও বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। মাঠের আউটফিল্ড যথেষ্ঠ ভেজা থাকায় ম্যাচ রেফারি ও আম্পায়াররাও দফায় দফায় ম্যাচ শুরুর সময় বাড়িয়েছেন। তবে এতেও হয়নি কাজ।

উল্লেখ্য, এই ভেন্যুতেই ভেস্তে গেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বাংলাদেশে পাকিস্তান ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি আগেই জানিয়ছিল আবহাওয়া অধিদফতর।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply