চাকরি পুনঃবহাল ও পেনশনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি মহাপরিচালকের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে এই ঘোষণা দেন তারা।
এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর ঝিগাতলায় বিজিবির সদর দফতরের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। পরে দুপুরে বিজিবি মহাপরিচালকের আহ্বানে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিজিবি সদস দফতরে প্রবেশ করে। বৈঠকে বিজিবি মহাপরিচালকের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধির দল তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
বৈঠক থেকে বের হয়ে চাকরি পুনঃবহাল কমিটির সমন্বয়ক শাহিন বলেন, বিষয়টি নিয়ে বিজিবি মহাপরিচালক খুবই আন্তরিক। চাকরিচ্যুত সকলে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply