অমর একুশে বইমেলা এসেছে মনিজা রহমানের কবিতার বই ‘অফেরতযোগ্য দীর্ঘশ্বাস’। বইটি প্রকাশিত হয়েছে জলধি প্রকাশনী থেকে।
বইটির ফ্ল্যাপে লেখা, মনিজা রহমানের কবিতা সীমান্তহীন, তার শিকড় বাংলাদেশে কিন্তু সত্ত্বা ত্রিমাত্রিক এবং বৈশ্বিক। তিনি জীবন এবং বোধকে ভাগ করে নিয়েছেন দুই চেতনায়। বাংলাদেশ স্বাভাবিকভাবেই তাঁর সামগ্রিক অস্তিত্বে বিরাজমান। তবু দেশকে কখনও পান নস্টালজিয়ায়, কখনও একীভূত করেন নিউইয়র্কের মূলধারার সাথে। বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থান আর নিউইয়র্কে ছাত্রদের যুদ্ধবিরোধী আন্দোলনে খুঁজে পান যোগসূত্র। তার পর্যবেক্ষণের মঞ্চ বহুদূরে বলে তার বোধ নৈর্ব্যক্তিক। আন্দোলন থেকে জীবন যন্ত্রণা, প্রেম থেকে প্রকৃতি, মানুষ, মানবিকতা, স্বপ্ন এবং বাস্তবতা বহুমাত্রিক হলেও তার কবিতার শিল্পগুণে এর আঁচড় লাগে না। এটাই তার কবি প্রতিভার প্রধান সাক্ষ্য।
বইটির প্রচ্ছদ করেছেন তাইফ আদনান। প্রকাশক নাহিদা আশরাফি। ‘অফেরতযোগ্য দীর্ঘশ্বাস’ কাব্যগ্রন্থটিতে মোট ৬৯টি কবিতা রয়েছে। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ।
/আরএইচ
Leave a reply