লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের আদিতমারীন উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার(২৮) ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার স্বর্ণামতি ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী গ্রামের রমজান আলী ও খাদিজাতুল কোবরা। সম্পর্কে তারা চাচা- ভাতিজি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাকরির পরীক্ষা দিতে চাচা রমজান আলীর সাথে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় খাদিজা। পথিমধ্যে মোটরসাইকেলটি স্বর্ণামতি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিলা পরিবহন একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী মারা যান। পরে গুরুতর আহত খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, এ ঘটনায় মহাসড়কটি প্রায় একঘণ্টা ধরে অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে সড়কটির দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিক ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কে স্প্রীডব্রেকার নির্মাণের প্রতিশ্রতি দেন তিনি। এরপর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply