ফটো স্টোরি: বিশ্বজুড়ে মুসলিমদের রমজান পালনের মুহূর্ত

|

বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি রোজা। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এটি। রমজান হল সেই মাস, যে মাসে নবী মুহাম্মদ (সা.) পবিত্র কোরআনের প্রথম ওহী লাভ করেছিলেন। এছাড়াও এই পবিত্র মাসে এমন একটি রাত রয়েছে, যেই রাতটিকে ‘হাজার মাসের চেয়েও উত্তম’ বলে বর্ণনা করা হয়েছে।

বিশেষ এই মাসটিকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে ভিন্নধর্মী ঐতিহ্য। সেহরি ও ইফতারের খাবারের আয়োজনে রয়েছে ভিন্নতা। ইতোমধ্যে, আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়াও স্থানীয় সময় শনিবার (১ মার্চ) থেকে রমজান শুরু ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা, অধিকৃত পশ্চিম তীরেও রমজান শুরু হয়েছে সৌদি আরবের সঙ্গে একই দিনে। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার রোজা শুরু করেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে, মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। চলুন দেখে নেয়া যাক পৃথিবীর বিভিন্ন দেশে রমজানে রোজা পালন এবং ইবাদাতরত অবস্থায় মুলসিমদের কিছু মুহূর্ত;

শুক্রবার ইরাকের বাগদাদের আবু হানিফা মসজিদে তারাবির নামাজের পূর্বে একজন মুসল্লি পবিত্র কোরআন মাজিদ পড়ছেন। ছবি: সিএনএন নিউজ।
রমজানের রোজা রেখে বাবা-মায়ের কবর জিয়ারত করছেন এক দম্পতি। ছবি: সিএনএন নিউজ।
ইন্দোনেশিয়ার বাইতুর-রহমান গ্র্যান্ড মসজিদে প্রথম তারাবিহ’র নামাজ আদায় করছে ছোট্ট একটি মেয়ে। ছবি: সিএনএন নিউজ।
সৌদি আরবের হাওতাত সুদাইরে রমজানের চাঁদের সন্ধান করছেন মুসল্লিরা। ছবি: গেটি ইমেজ।
বসনিয়ায় রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ঐতিহ্য হিসেবে কামান নিক্ষেপ করা হয়। এই কামান নিক্ষেপের মধ্য দিয়ে শহরবাসীকে বার্তা পৌঁছানো হয় যে ‘মাহে রমজান এসে গিয়েছে’। ছবি: গেটি ইমেজ।
রমজান উপলক্ষে আল-আকসা মসজিদ বিভিন্ন রঙের বাতি দিয়ে সজ্জিত করা হয়। ছবি: সিএনএন নিউজ।
কিরগিজস্তানের আব্দুল করিম সাতুক বুগরা খান মসজিদের ভেতরে নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: সিএনএন নিউজ।
নেদারল্যান্ডসের রটারড্যামের মেভলানা মসজিদে একজন ব্যক্তি দু’হাত তুলে দোয়া করছেন। ছবি: সিএনএন নিউজ।
পাকিস্তানের পেশোয়ারে ঐতিহাসিক সুনেহরি মসজিদ পরিষ্কার করছেন একজন। ছবি: সিএনএন নিউজ।
যুদ্ধ-বিধস্থ গাজায় নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি: গেটি ইমেজ।
মালয়েশিয়ার পুত্রজায়ায় মালয়েশিয়ার ইসলামিক অথরিটির একজন কর্মকর্তা চাঁদের সন্ধান করছেন। ছবি: সিএনএন নিউজ।
গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মাঝে আলোর নিচে ফিলিস্তিনিরা রমজানের প্রথম সেহেরি সম্পন্ন করছেন। ছবি: সিএনএন নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply