Site icon Jamuna Television

মস্কোর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে আলেকজান্ডার দারচিয়েভের নিয়োগ অনুমোদন করেছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার পর এই অনুমোদন এসেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসে দীর্ঘদিন কাজ করেছেন আলেকজান্ডার দারচিয়েভ। এছাড়াও, কানাডায় রাষ্ট্রদূত হিসেবে ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।

নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘটনাটি ওয়াশিংটন-মস্কোর ক্ষতিগ্রস্ত কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে, দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ইস্তাম্বুলে বৈঠকে বসেন রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

/এএম

Exit mobile version