এসেছে লেখক মঈন খানের প্রথম উপন্যাস ‘হাবিয়া’। বইটি অমর একুশে বইমেলা ২০২৫-এ ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে।
বইটি প্রসঙ্গে মইন খান বলেন, ‘হাবিয়া’ নামটা অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল। লিখতে গিয়ে দেখলাম, একটা মাত্র শব্দ লেখার পর কলম থেমে গেছে। বহুদিন এমন হওয়ার পর বাংলা ও বিশ্বসাহিত্য মিলিয়ে শ’খানেক গল্প-উপন্যাস পড়লাম। এরপর আবার কলম ধরলাম, আর থামতে হয়নি।
তিনি আরও বলেন, হাবিয়াকে শব্দের বুননে ফুটিয়ে তোলা সহজ ছিল না তবে স্রষ্টা আমার জন্য সহজ করে দিয়েছেন। এই বইয়ের প্রতিটা লাইন আনন্দ নিয়ে লিখতে পেরেছি।
প্রকাশক খন্দকার সোহেল বলেন, এ বছর অসংখ্য নতুন লেখকের পাণ্ডুলিপির ভিড়ে আমরা দারুণ একটা ফিকশন খুঁজে পেয়েছি। এ বছর আমাদের ‘বেস্ট সিলেকশন ফিকশন’ হিসেবে যে উপন্যাসটিকে নির্বাচিত করা হয়েছে, সেটি হলো হাবিয়া।
বইটির প্রচ্ছদ করেছেন অর্ণব মজুমদার। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা। ভাষাচিত্রের ফেসবুক পেজ অথবা বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বিশেষ ছাড়ে পাওয়া যাবে বইটি।
/এএম
Leave a reply