নরসিংদীর দুর্গম চরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২০

|

নরসিংদীর দুর্গম চরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (০৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রায়পুরা উপজেলার এক দুর্গম চরে এই অভিযান চালায় সেনাবাহিনী, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে ২০ জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় দেড় শতাধিক অস্ত্র ও তিনটি মোবাইল ফোন।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্ন করতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply