লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসর, সাঙ্গপাঙ্গরা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।
আজ বুধবার (৫ মার্চ) সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, গত ৫ আগস্ট সারাদেশে থানাগুলো থেকে যেসব অস্ত্র লুট করা হয়েছে, ৬ মাস অতিবাহিত হলেও সেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। আর এসব অস্ত্র ও আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তবর্তী সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন– দেশে আইনশৃঙ্খলার অবনিত হচ্ছে, চুরি-ডাকাতি-হানাহানির ঘটনাও বাড়ছে। দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে আগামীতে নির্বাচনের সময় কেন্দ্র দখল করার ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটা কোনোভাবে আর করতে দেয়া হবে না। সবাইকে সঙ্গ নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
/এএম
Leave a reply