প্রতীকী ছবি
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে ফ্যাক্টরিসহ বেশ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ডেমরা স্টাফ কোয়ার্টারে একটি ফ্যাক্টরিসহ ২০টির মতো দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
/এএম
Leave a reply