আখাউড়ায় সাবেক মেয়রের বিরুদ্ধে অস্ত্র মামলা

|

আখাউড়া করেসপনডেন্ট:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি এই মামলা হয় বলে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া।

তিনি জানান, পৌর মেয়র কাজলের কাছে লাইসেন্স করা একটি পিস্তল, ২০ রাইন্ড গুলি ও ২টি ম্যাগাজিন ছিল। গত বছর ৩ সেপ্টেম্বরে জমা দেয়ার কথা বলা হলেও তিনি তার অস্ত্র জমা দেননি। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বাকি ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

সরকারি নির্দেশনা অমান্য করায় তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি করেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক।

গুলি ও ম্যাগাজিন উদ্ধারসহ কাজলকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট পৌর মেয়র কাজল ওই পিস্তল দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি চালিয়েছিলেন। তার বাসার ছাদ থেকে ছাত্রদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply