Site icon Jamuna Television

ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের সংঘাত দুঃখজনক: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসঙ্গে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক।

শুক্রবার (৭ মার্চ) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এবি পার্টির রংপুর বিভাগীয় নেতৃবৃন্দের সম্মেলন ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাত-দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান। আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাব্যতা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী জোট নিয়ে তারা এখনও দলীয় ফোরামে আলোচনা শুরু করেননি। তাদের নির্বাচন প্রস্তুতি কমিটি সর্বোচ্চ সংখ‍্যক আসনে প্রার্থী দেয়ার জন‍্য যাচাই বাছাই শুরু করেছে।

তিনি জানান, অনানুষ্ঠানিকভাবে দুটি জোট নিয়ে নিজেদের মধ‍্যে আলোচনা আছে। প্রথমটি হলো বিএনপি’র আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা, দ্বিতীয়টি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনৈতিক উদ্যোগ ও দলগুলো গণঅভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটা জোট গড়ে তোলা।

নির্বাচন ঘনিয়ে আসলে এবি পার্টি সুস্পষ্ট অবস্থান নির্ধারণ করবে ঘোষণা দিয়ে দিতিনি বলেন, পার্টির নেতাকর্মীদের সামনের দিনের যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার জন‍্যও তিনি আহ্বান জানান।

/এএস

Exit mobile version