সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে পুলিশ দিয়ে আটক করানোর অভিযোগ উঠেছে সাবেক যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানা ঘেরাও করেছে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
থানা হাজতে বন্দি বিএনপি নেতা রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, সালিশি বৈঠক চলছিল। সেখান থেকে জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক জোয়ার্দ্দার ও ছাত্রদলের তালা থানা আহবায়ক হাফিজুর রহমান হাফিজ আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে।
এ প্রসঙ্গে হাফিজুর রহমান বলেন, আমি তাকে পুলিশ দিয়ে আটক করাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। অন্যদিকে, ফারুক জোয়ার্দ্দার বলেন, আমি আটক করাবো কেন? বরং আমি তাকে ছাড়ানোর জন্য থানায় অবস্থান করছি।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
/এএম
Leave a reply