Site icon Jamuna Television

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৭

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলার ৭ জন আহত হয়।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার ভরতেরকান্দী এলাকার আল আমিনের সাথে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কাদিরের (ওরফে কসাই কাদির) জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আল আমিনের ছেলে মোহিন তাদের জমিতে ইট নিয়ে আসে। খবর পেয়ে কসাই কাদির তার দলবল নিয়ে আল আমিনের ভাড়াটিয়ার বাড়িতে হামলা চালায়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।

/এএইচএম

Exit mobile version